তাদের মুখে Druto Help-এর অভিজ্ঞতা
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ কীভাবে Druto Help-এর মাধ্যমে স্কলারশিপ সমস্যা, স্টাডি মেটেরিয়াল, শিক্ষামূলক টুলস এবং সরকারি স্কিম সংক্রান্ত সহায়তা পেয়েছেন, তা জানুন। এগুলোই বাস্তব গল্প, বাস্তব পরিবর্তন।
Thanks to Druto Help, I successfully applied for and received the Aikyashree scholarship. Despite making mistakes in the form, their support helped me correct everything. The website is user-friendly and very helpful. Highly recommended for scholarship assistance !
আমি ২০২১ সাল থেকে আমার স্কলারশিপের জন্য ডুপ্লিকেট সমস্যা এবং লট জেনারেশন ফেইল্ড সম্মুখীন হচ্ছিলাম। MDFC অফিসে গিয়েও সেটা সমাধান হয়নি। ২০২৪ সালে আমি Druto Help এর সাথে যোগাযোগ করি, এবং তারা আমার সমস্যাটা Head Office-এ ফরওয়ার্ড করে। দুই মাসের মধ্যে আমি আমার স্কলারশিপের টাকা পেয়ে যাই। এমন সাহায্যের জন্য শুকরিয়া ।
The Druto Help team was immensely supportive in facilitating immediate verification at both the district and state levels. As a result, I successfully received my scholarship. Thank you once again for your valuable assistance.
আমি আমার গ্যাপ ইয়ার সার্টিফিকেট নিয়ে দীর্ঘদিন সমস্যার মধ্যে ছিলাম, কারণ বারবার আমার স্কলারশিপ অ্যাপ্লিকেশন State Level থেকে defected হয়ে যাচ্ছিল। এরপর আমি Druto Help টিমের সঙ্গে যোগাযোগ করি, এবং তারা আমাকে সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ দেয়। তাদের সহযোগিতায় আমার সমস্যার দ্রুত সমাধান হয় এবং আমি খুব অল্প সময়ের মধ্যেই স্কলারশিপের টাকা পেয়ে যাই। Thank you bro for your kind support.
আমি একজন MAKAUT ইউনিভার্সিটির ছাত্র। আপনাদের এই বড় কমিউনিটি গ্রুপ - We are makautians আর চ্যানেলগুলোতে যোগ দিয়ে আমি অনেক উপকার পেয়েছি। সময়মতো ইউনিভার্সিটির আপডেট, ফ্রি মেটেরিয়ালস — সব কিছুই এখানে পাওয়া যায়। পড়াশোনার অনেক সাহায্য হচ্ছে। আপনাদের ধন্যবাদ, এমন সাপোর্ট পেয়ে খুব ভালো লাগছে।
আমার স্কলারশিপের পেমেন্ট failed হয়ে গিয়েছিল। Druto Help টিমের সাথে যোগাযোগ করার পর, তাদের সহায়তায় এক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান হয় এবং এক মাসের মধ্যেই টাকা আমার অ্যাকাউন্টে চলে আসে। এত দ্রুত সহায়তা পাওয়ার জন্য Druto Help টিমকে Thank you so much.
আপনাদের ওয়েবসাইটে SGPA থেকে Percentage কনভার্ট করার টুলটা দারুণ লেগেছে। দেখতে যেমন সুন্দর, ব্যবহার করতেও খুবই সহজ। সবচেয়ে ভালো লেগেছে যেটা — একদম ঠিকঠাক রেজাল্ট দেয়। আমি এই টুল দিয়ে ক্যালকুলেট করে SVMCM স্কলারশিপে Percentage দিয়েছিলাম, আর কোনো সমস্যা ছাড়াই স্কলারশিপের টাকাও পেয়ে গেছি। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। এমন আরো দরকারি টুল দিলে অনেক ছাত্রছাত্রী উপকার পাবে।
When I was in class 11(2021-2022), I applied for SVMCM scholarship but for some reason it showed Bank account waiting for response. But somehow in 2024 my account was verified and lot was generated but payment failed as my account was closed. i mailed many times in WBMDFC but they said (2021-2022) session was closed. Then I contact "DRUTO HELP" and they solved my problem in 2months and I got my Scholarship amount.
I faced an invalid bank account issue with my scholarship due to the wrong IFSC code submission. After contacting Druto Help team, they guided me to update my bank details. Within a week, my issue was resolved successfully and i got my scholarship amount.
আমার স্কলারশিপের পেমেন্ট Failed হয়ে গিয়েছিল, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ছিল। Druto Help টিম আমাকে নতুন ব্যাংক ডিটেইলস আপডেট করতে সহায়তা করে, এবং মাত্র দুই সপ্তাহের মধ্যেই আমি আমার স্কলারশিপের টাকা পেয়ে যাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ।
This website is very helpful for scholarships. I had a problem with my SVMCM scholarship — it got rejected because my marksheet was not in the right order. I got clear guidance from here and followed the steps. Now my problem is solved and I received the scholarship money. Thank you so much.
আমি একজন BBA - HM er ছাত্রী। ফার্স্ট ইয়ারে SVMCM স্কলারশিপে ১২,০০০ টাকা পাই। পরে Aikyashree স্কলারশিপ গ্রুপ Aikyashree Support and Info তে জানালে Admin সবকিছু বুঝিয়ে বলেন যে আমার কোর্স only UGC Approved , তাই ওই টাকা পেয়েছি। সবচেয়ে ভালো লেগেছে, Admin নিজে থেকে সেকেন্ড ইয়ারে Fresh MCM ক্যাটাগরিতে নতুন করে অ্যাপ্লাই করে দেন। এবার আমি ২৭,৫০০ টাকা পেয়েছি, এত বড় সাহায্যের জন্য কতটা কৃতজ্ঞ, সেটা ভাষায় বোঝাতে পারবো না।
আমার ঐক্যশ্রী SVMCM Scholarship বারবার স্টেট থেকে defect হচ্ছিল ছোট একটা সমস্যার জন্য, মনটা একেবারে ভেঙে পড়েছিল। তখন দাদার ভরসা পেলাম — যেভাবে বললেন, ঠিক সেভাবেই করলাম। আলহামদুলিল্লাহ, এবার স্কলারশিপের টাকা পেয়ে গেছি, খুশিতে দাদা’র জন্য মিষ্টির টাকা পাঠিয়ে দিয়েছি — দাদা, খেয়ে নিও 😐.
I joined your big community groups and channels, and as a student, I got a lot of help. I got updates on scholarships, useful information, and free study materials on time. This support really helped me a lot. Thank you for doing such a great job. #WeareMakutians
আমি এডমিনের থেকে বয়সে বড় হলেও তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমার রেশন কার্ডের কিছু সমস্যা ছিল, যেটা আমি ঠিকভাবে বুঝতে পারছিলাম না। তখন এডমিন খুব কম সময়ের মধ্যে অনলাইনে সেটা ঠিক করে দিল। আমি এসব জিনিস ভালো বুঝি না, তাই তার সাহায্যে খুব উপকার পেয়েছি। ধন্যবাদ এডমিন।
Aikyashree স্কলারশিপ আমার failed হয়ে গেছিল। আমি admin কে জানিয়েছিলাম, তারপর তারা আমাকে অনেক help করে। আমার scholarship status change হয়ে payment চলে এসেছে। Thank you