About us Call us Service Our reviews Download Our store Blog Percentage tool FAQ
About us Call us Service Our reviews Download Our store Blog Percentage tool FAQ

সচরাচর জিজ্ঞাস্য (FAQ)

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কলারশিপ (এসভিএমসিএম, ঐক্যশ্রী, ওয়েসিস, নবান্ন) সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর। আপনার প্রশ্নের উত্তর না পেলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।

Aikyashree svmcm or Svmcm স্কলারশিপের জন্য আবেদনের শর্তাবলী কী?
  • বার্ষিক পারিবারিক আয় ২,৫০,০০০ টাকার বেশি হওয়া চলবে না (K3 আবেদনকারীদের জন্য আয়ের সীমা প্রযোজ্য নয়)
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • শেষ কোয়ালিফাইং পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে (স্কুল ও আন্ডারগ্র্যাজুয়েট আবেদনকারীদের জন্য)
  • স্নাতক স্তরে অনার্স সাবজেক্টে ৫৩% বা ইঞ্জিনিয়ারিং কোর্সে ৫৫% নম্বর থাকতে হবে (PG আবেদনকারীদের জন্য)
  • K3 আবেদনকারীদের জন্য স্নাতক স্তরে বিজ্ঞান/কলা/বাণিজ্যে ৪৫% নম্বর প্রয়োজন
আমি ব্যাকলগ বা ফেল করলে, কোনো সাবজেক্ট বা সেমিস্টারে কি আমি স্কলারশিপ পাব?
হ্যাঁ, কিছু ক্রাইটেরিয়া দিয়ে স্কলারশিপ পাওয়া যায়। অযথা ভেঙে পড়ার দরকার নেই। ব্যাকলগ পেলে বা ফেল করলে আমাদের সাথে যোগাযোগ করুন Contact Us
ঐক্যশ্রী স্কলারশিপ স্ট্যাটাস Bank account invalid দেখালে কি করা উচিত?
ঐক্যশ্রী scholarship এর স্ট্যাটাস Invalid show করলে আপনার doma office অর্থাৎ district minority office visit করুন, তাতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের জানান আমাদের জানাতে service সেকশন এ গিয়ে গুগল ফর্ম টি পূরণ করে সাবমিট করুন
ঐক্যশ্রী স্কলারশিপ অনেক দিন থেকে Institute/District/State level pending আছে?
যদি Institute level pending থাকে তাহলে আপনার School/College/University অর্থাৎ যেখানে পড়াশুনা করেন সেখানে আপনার স্কলারশিপ এর আবেদন এর হার্ডকপি সাবমিট করুন Already সাবমিট করে থাকলে ভেরিফাই করার জন্য অনুরোধ করুন, District/State level verification Automatically হয়ে যাবে সময় মত চিন্তার কোনো কারণ নেই 2-3 মাসের অধিক pending থাকলে 1800 120 2130 এ যোগাযোগ করুন।
কেন Aikyashree স্কলারশিপে Lot Generation Failed হয়?
Lot failed হয় সাধারণত অন্য দুটো স্কলারশিপে আবেদন , ভুল তথ্য (আধার/অ্যাকাউন্ট), একাধিক স্কলারশিপে একই আধার বা ব্যাংক ব্যবহার করলে, একই শিক্ষাবর্ষে ভিন্ন ইনস্টিটিউটে ভর্তি থাকলে Lot Generation Failed হয়। দুটো আবেদন ভুলবসত হয়ে থাকলে অন্য স্কলারশিপ রিজেক্ট হলে WBMDFC-তে ইমেইল করুন। ভুল আধার বা একই ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা হলে District অফিসে ভিজিট করুন অথবা আমাদের ওয়েবসাইট এর Service section এ গিয়ে গুগল form টি পূরণ করুন।
Payment Success দেখাচ্ছে কিন্তু টাকা ব্যাংক একাউন্টে ক্রেডিট হয়নি?
এমত অবস্থায় আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এ টাকা ক্রেডিট হওয়ার যে তারিখ দেখাচ্ছে তার আগে পরের ব্যাংক এর স্টেটমেন্ট নিয়ে এসে wbmdfc তে mail করুন -mdfc.wb@gmmail.com যদি তাতেও ঠিক না হয় District অফিসে যান , সমাধান না হলে আমাদের ওয়েবসাইট এর Service সেকশন এ গিয়ে গুগল ফরম পূরণ করুন।
Svmcm রিনিউয়াল আবেদন করতে সমস্যা হচ্ছে কেন?
শুধুমাত্র পূর্ববর্তী বছরের অনুমোদিত প্রার্থীরাই রিনিউয়াল আবেদন করতে পারবেন। যদি আপনি পূর্ববর্তী বছরে স্কলারশিপ পেয়ে থাকেন, তবেই কেবল রিনিউয়াল অপশনটি আপনার অ্যাকাউন্টে দেখা যাবে।
সংখ্যালঘু শিক্ষার্থীদের SVMCM Fresh & Renewal আবেদন কোথায় করতে হবে?
সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য ঐক্যশ্রী SVMCM স্কলারশিপের Fresh & Renewal আবেদন করতে হবে এই ওয়েবসাইটে: Click Here
SVMCM এ ভুলে যাওয়া অ্যাপ্লিকেন্ট আইডি/পাসওয়ার্ড কীভাবে পুনরুদ্ধার করব?
লগইন পেজে "Forgot Applicant Id" বা "Forgot Password" লিঙ্কে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর বা ইমেইল আইডি দিয়ে OTP পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।
SVMCM এ "Sorry! Invalid Last Exam Roll No. entered" এরর কেন দেখাচ্ছে?
WBBSE, WBCHSE, Madrasa, ICSE, ISE বা WBSCT&VE&SD বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি ভুল রোল নম্বর বা ভুল ফরম্যাটে রোল নম্বর দেওয়া হয়, তাহলে এই এরর মেসেজ দেখা যায়। আপনার বোর্ড মার্কশিটে যে ফরম্যাটে রোল নম্বর আছে, সেভাবেই দিন।
SVMCM এ আবেদন ফর্ম জমা দেওয়ার পর এডিট করতে পারছি না কেন?
একবার ফর্ম সাবমিট করার পর তা এডিট করার কোন অপশন নেই। যদি কোন ভুল হয়ে থাকে, তাহলে আপনাকে "Cancel Application" অপশন ব্যবহার করে আবেদন বাতিল করে নতুন করে আবেদন করতে হবে। তবে আবেদন যাচাইকরণ শুরু হয়ে গেলে এই অপশন আর পাওয়া যাবে না।
SVMCM এ ভুল ডিরেক্টরেট বা কোর্স নির্বাচন করলে কী করব?
যদি ডিরেক্টরেট যাচাইকরণ না হয়ে থাকে, তাহলে "Cancel Application" অপশন থেকে আবেদন বাতিল করে নতুন করে আবেদন করতে পারেন। যদি যাচাইকরণ শুরু হয়ে যায়, তাহলে হেল্পডেস্কে যোগাযোগ করুন ইমেইল করুন help-desk@svmcm.gov.in অথবা কল করুন টোল-ফ্রি নম্বর 18001028014
Aikyashree svmcm or Svmcm স্কলারশিপের আবেদনের সময় কোন ডকুমেন্টগুলো প্রয়োজন?
  • আধার কার্ড (আবেদনকারী)
  • শেষ পরীক্ষার মার্কশিট
  • বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের ID কার্ড/ভর্তি প্রমাণপত্র
  • আয়ের প্রমাণপত্র (ইনকাম সার্টিফিকেট)
  • ব্যাংক পাসবুকের প্রথম পেজ (IFSC কোড সহ)
  • পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর (নির্দিষ্ট সাইজে)This is applicable only for SVMCM
স্কলারশিপের টাকা কখন পর্যন্ত পাওয়া যায়?
এসভিএমসিএম স্কলারশিপের টাকা সাধারণত প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চের মধ্যে জমা হয়। তবে কোর্সের সময়সীমা পর্যন্তই আপনি স্কলারশিপ পাবেন (যেমন: স্নাতক ৩ বছর, স্নাতকোত্তর ২ বছর)। প্রতি সেমিস্টারে/বছর ভাল রেজাল্ট করা বাধ্যতামূলক।
Aikyashree এবং Oasis দুটো স্কলারশিপ একসাথে আবেদন করা যায়?
না আপনি একটি academic year এ শুধুমাত্র একটি সরকারি scholarship ই পেতে পারেন , যদি ভুল করে আবেদন করে ফেলেন তাহলে তাড়াতাড়ি যে কোনো অ্যাপ্লিকেশন withdrawal করে নিন নচেৎ আপনি কোনোটির টাকায় পাবেন না
SVMCM এবং Oasis দুটো স্কলারশিপ একসাথে আবেদন করা যায়?
না আপনি একটি academic year এ শুধুমাত্র একটি সরকারি scholarship ই পেতে পারেন , যদি ভুল করে আবেদন করে ফেলেন তাহলে তাড়াতাড়ি যে কোনো অ্যাপ্লিকেশন withdrawal করে নিন নচেৎ আপনি কোনোটির টাকায় পাবেন না
For More Frequently Asked Question Regarding Aikyashree Scholarship
Visit Their Official FAQ Page Click Here
For More Frequently Asked Question Regarding SVMCM Scholarship
Visit Their Official FAQ Page Click Here
Aikyashree Contact Details & Office Address

যোগাযোগ: 1800-120-2130

ইমেইল: mdfc.wb@gmail.com

অফিসিয়াল ঠিকানা: Amber Bhavan, DD-27/E, Sector-I, Salt Lake City, Kolkata-700064

SVMCM Contact Details & Office Address

যোগাযোগ: 1800-102-8014

ইমেইল: helpdesk.svmcm-wb@gov.in

অফিসিয়াল ঠিকানা: বিকাশ ভবন, Salt Lake, Kolkata - 700091

এইসব বাদেও কি আপনার এখনো মনে কোনো প্রশ্ন আছে ?
যদি আপনার প্রশ্ন খুজেঁ না পান তাহলে আমাদের সাথে কন্টাক্ট করুন ওয়েবসাইট এর Contact Us section থেকে অথবা গুরুত্বপুর্ণ প্রপ্ত্ন থাকলে আমাদের কে কল করুন
About Us Connect Store Service SGPA 2 %